Logo Logo

অগ্নিগর্ভ ক্যালিফোর্নিয়া : লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি


Splash Image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অন্যতম প্রধান শহর লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী সরকারি অভিযানের প্রতিবাদে টানা বিক্ষোভের মুখে শহরের কেন্দ্রীয় এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।


বিজ্ঞাপন


মেয়র কারেন ব্যাস মঙ্গলবার এক ঘোষণায় জানান, শহরের ডাউনটাউন এলাকায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। কারফিউটি মাত্র এক বর্গমাইল এলাকা জুড়ে প্রযোজ্য হলেও এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব গভীর।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কড়া অবস্থানের বিরুদ্ধে গত পাঁচদিন ধরে চলা বিক্ষোভের জেরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মেয়র। তার ভাষায়, “ডাউনটাউনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু গত রাতেই ২৩টি দোকান লুট করা হয়েছে এবং অসংখ্য ভবনে গ্রাফিতি আঁকা হয়েছে।”

মেয়র ব্যাস সতর্ক করে বলেন, “যদি আপনি ওই এলাকায় কাজ না করেন বা বাস না করেন, দয়া করে সেখান থেকে দূরে থাকুন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারফিউ ভঙ্গকারীদের গ্রেপ্তার করবে।”

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এই পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে ‘ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার’ আখ্যা দিয়ে তিনি বলেন, “রাষ্ট্রপতি সাধারণ নাগরিকদের টার্গেট করছেন—যারা সমাজের পরিশ্রমী অংশ। এটা কোনো নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা নয়, বরং ভয়ভীতি ছড়িয়ে দেওয়ার কৌশল।”

নিউজমের মতে, “যদি কাউকে পরোয়ানা ছাড়াই শুধু গায়ের রঙের ভিত্তিতে তুলে নেওয়া হয়, তবে আমাদের কেউই নিরাপদ নয়। এটি একটি স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।”

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের অবস্থানে অনড়। সেনাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “দেশে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং অনুপ্রবেশ আমাদের জাতির নিরাপত্তার জন্য হুমকি। আমি একজন কমান্ডার-ইন-চিফ হিসেবে তা হতে দেব না।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...