Logo Logo

নতুনভাবে আরও দু’জন কোভিড রোগী শনাক্ত


Splash Image

চট্টগ্রামে নতুন করে আরও দুইজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

নগরীর একটি বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে গত এক সপ্তাহে চট্টগ্রামে মোট ৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে ৮ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা এবং একজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

বর্তমানে চট্টগ্রামে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে করোনা শনাক্তকরণ পরীক্ষা চলছে।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে খুব শিগগিরই আরটি–পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা শুরু করা সম্ভব হবে। তবে কিট ও জনবল সংকটের কারণে কার্যক্রমে বিলম্ব হচ্ছে। আশা করা হচ্ছে, আগামীকাল (শনিবার) কিট পৌঁছাবে।

-এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...