Logo Logo

চীনের হুনান প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৯


Splash Image

ছবি : সংগৃহীত।

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।


বিজ্ঞাপন


রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চাংদে শহরের উপকণ্ঠে অবস্থিত ‘শানঝৌ ফায়ারওয়ার্কস কোম্পানি’-তে স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের কিছু আগে বিস্ফোরণটি ঘটে। খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে তাৎক্ষণিকভাবে কারখানাটির বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পাঠানো হয় ২৮টি পানি সরবরাহকারী ট্যাংকার ও দুটি নিষ্কাশন যান। তবে আশঙ্কা ছিল দ্বিতীয় দফা বিস্ফোরণের, ফলে উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সিনহুয়ার প্রতিবেদনে আরও জানানো হয়, ২০ ঘণ্টারও বেশি সময় ধরে টানা উদ্ধার অভিযান চালানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দাহ্য পদার্থ থাকার ঝুঁকি মাথায় রেখে রিমোট-কন্ট্রোল ওয়াটার ক্যানন ব্যবহার করেন উদ্ধারকর্মীরা, যাতে কাছ থেকে কাজ না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা যায়।

ঘটনার পর হুনান প্রাদেশিক সরকার তদন্ত কমিটি গঠন করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

চীনে এর আগেও বিভিন্ন সময়ে শিল্প-কারখানায় নিরাপত্তার ঘাটতির কারণে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

শুধু গত মাসেই শানডং প্রদেশের ওয়েইফাং শহরের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত হন ৫ জন, আহত হন ১৯ জন।

এছাড়া চলতি বছরের এপ্রিলে লিয়াওইয়াং শহরের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...