ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
এই বক্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, "এই জাতি কখনো মাথা নত করবে না।" তিনি ট্রাম্পের প্রস্তাবকে ‘অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন।
যুদ্ধের মুখে হুঁশিয়ারি
ইসরায়েল-ইরান সংঘাত যখন ভয়াবহ রূপ নিচ্ছে, তখন বুধবার (১৮ জুন) রাতে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “ইরান এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।” একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, “যদি তারা আত্মসমর্পণ না করে, তবে তাদের ভাগ্যই বলে দেবে কী হতে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি হামলা চালাব কি না, সেটা এখনই কেউ জানে না। আমি কী করব, তা সময়ই বলবে।” তবে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্বীকার করেন, “ইরান ইস্যুতে আমার ধৈর্য এখন ফুরিয়ে এসেছে।”
খামেনির পাল্টা বার্তা
এদিকে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র যেন মনে রাখে—যদি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ হয়, তবে এমন প্রতিক্রিয়া আসবে যার ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না।”
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বাকযুদ্ধ কেবল উত্তেজনাকেই বাড়িয়ে তুলছে। একপক্ষ নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে, অন্যপক্ষ লড়াইয়ের ঘোষণা দিচ্ছে—এর মাঝখানে দাঁড়িয়ে গোটা মধ্যপ্রাচ্য, এমনকি বিশ্বব্যবস্থা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...