ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে অনেক ইসরায়েলি নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও হিব্রু ভাষার সংবাদমাধ্যম।
বিশেষ করে কিছু নাগরিক মিসরের সিনাই উপদ্বীপ হয়ে ইউরোপের দিকে পালানোর চেষ্টা করছেন। এই পথে সাইপ্রাস অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। বিভিন্ন সূত্রের তথ্যমতে, কিছু লোক পাচারকারীদের সহায়তায় নৌপথে ইসরায়েল ছাড়ছেন, যা সংকটাপন্ন পরিস্থিতির গভীরতাকে আরও স্পষ্ট করে তুলছে।
ইসরায়েলি এক নাগরিক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমি মরুভূমির বিপদ ডিঙিয়ে পালাতে রাজি, কিন্তু আর দখলকৃত ভূখণ্ডে থাকতে চাই না।” এই উক্তি থেকেই বোঝা যায়, ইসরায়েলের অভ্যন্তরে বর্তমানে আতঙ্ক কতটা তীব্র।
এদিকে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে জনগণের দেশত্যাগে কিছু বিধিনিষেধ আরোপ করায় অনেকেই বিকল্প পথ খুঁজছেন। পাচারকারীদের সহায়তায় অনেকে সীমান্ত পেরিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষ মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। তেহরানের সরাসরি হামলার পর ইসরায়েল প্রতিরোধ ব্যবস্থা চালু করলেও নিরাপত্তাহীনতা ও যুদ্ধভীতির কারণে সাধারণ জনগণ ভয় ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...