Logo Logo

ইরানের পর পাকিস্তান?— ইসরায়েলি মন্ত্রীর হুমকি


Splash Image

ছবি. সংগৃহীত

ইসরায়েলের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।


বিজ্ঞাপন


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) উর্দু ও আরবি ভাষায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ইরানের পর এবার আমাদের দৃষ্টি পাকিস্তানের দিকে।”

মাসরি আরও ইঙ্গিত করে লেখেন, “পাকিস্তান, ইরান থেকে খুব দূরে নয়। এটুকু বুঝলেই যথেষ্ট।” তার এই বক্তব্যকে অনেকেই পরোক্ষ হুমকি হিসেবে দেখছেন।

যদিও বর্তমানে মাসরি কোনো সরকারি দায়িত্বে নেই, তবুও ইসরায়েলের কৌশল নির্ধারণী মহলে তিনি গুরুত্বপূর্ণ প্রভাবশালী একজন ব্যক্তি হিসেবে পরিচিত। বিশেষ করে লেবার পার্টির সিনিয়র নেতাদের মধ্যে তার অবস্থান তাকে এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক গুরুত্ব প্রদান করে।

বিশ্লেষণ

আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে পাকিস্তানের পরমাণু কর্মসূচি দীর্ঘদিন ধরেই নজরদারিতে রয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েলের বৈরিতার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকেও যদি এমন মনোভাব গড়ে ওঠে, তবে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগজনক বার্তা বয়ে আনতে পারে।

উল্লেখযোগ্য প্রেক্ষাপট

পাকিস্তান একমাত্র মুসলিম পরমাণু শক্তিধর দেশ। একে ঘিরে বহুদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক মহলে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক ও উদ্বেগ রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...