Logo Logo

ইসরায়েল-ইরান যুদ্ধ

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ, শান্তির আহ্বান


Splash Image

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এ ঘটনাকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে “ভয়াবহ অবনতি” হিসেবে বর্ণনা করেছেন।


বিজ্ঞাপন


রবিবারের এই হামলার পর নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, “ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আমি অত্যন্ত উদ্বিগ্ন। এটি এমনিতেই অস্থিতিশীল একটি অঞ্চলে আরও ভয়াবহ উত্তেজনার জন্ম দিতে পারে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এ ঘটনা সরাসরি হুমকিস্বরূপ।”

গুতেরেস জোর দিয়ে বলেন, “কোনও সামরিক সমাধান নেই। এই সংকট মোকাবিলার একমাত্র পথ হল কূটনৈতিক সংলাপ ও সমঝোতা। আমাদের একমাত্র আশা শান্তি প্রতিষ্ঠা।”

তিনি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে। উত্তেজনা প্রশমনের লক্ষ্যে অবশ্যই অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

জাতিসংঘ মহাসচিবের এই বিবৃতি এমন এক সময় এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই ঘটনার পর অঞ্চলজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...