Logo Logo

ইসরায়েল-ইরান যুদ্ধ

লোহিতসাগরে অবস্থানরত মার্কিন রণতরিতে হামলার হুমকি হুথিদের


Splash Image

লোহিতসাগরে অবস্থানরত মার্কিন রণতরিতে তাৎক্ষণিকভাবে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি।


বিজ্ঞাপন


মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, “জায়নবাদী শত্রুর পক্ষে মার্কিন আগ্রাসন উপেক্ষা করার মতো বিষয় নয়। এটি মুসলিম জাতির স্বাধীনতা, স্বকীয়তা ও মর্যাদা কেড়ে নেওয়ার সমতুল্য।”

তিনি আরও যোগ করেন, “ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্রের হামলা চালানো মানে পুরো মুসলিম বিশ্বকে অপমান করা। এটি মুসলিমদের ভূমি দখল, সম্পদ লুণ্ঠন এবং নির্বিচার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার অপচেষ্টা।”

হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি সংক্ষিপ্ত ও কড়া সতর্কবার্তা দেন। তিনি বলেন, “ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে।”

এই প্রতিক্রিয়াগুলো আসে এমন এক প্রেক্ষাপটে, যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। রোববার ভোরে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।”

তিনি আরও দাবি করেন, ফোরদো স্থাপনায় ‘সম্পূর্ণ অস্ত্রবোঝাই বোমা’ ফেলা হয়েছে এবং সব মার্কিন বিমান নিরাপদে দেশে ফেরার পথে। “আমাদের বীর মার্কিন যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সেনাবাহিনী এমন অভিযান চালাতে পারত না। এখন শান্তির সময়,”—যোগ করেন ট্রাম্প।

অবশ্য হামলার কিছুক্ষণ পর ইরানও এ তথ্য নিশ্চিত করেছে। তবে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে থেকেই পারমাণবিক স্থাপনাগুলোর গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছিল। হামলায় কী ধরনের ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার না হলেও গোটা অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...