Logo Logo

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রহস্যজনক হামলা


Splash Image

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, তখন নতুন করে হামলার শিকার হয়েছে সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।


বিজ্ঞাপন


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, সিরিয়ার হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় ওই ঘাঁটিতে সোমবার হঠাৎ করে মর্টার হামলা চালানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, কাসরুক অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে এ হামলার পর তাৎক্ষণিকভাবে এলাকা ঘিরে ফেলে মার্কিন বাহিনী এবং নিরাপত্তা জোরদার করে। কারা এই হামলা চালিয়েছে, কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা নিহত বা আহতের কোনো খবর পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পরপরই ঘাঁটির চারদিকে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল বাড়ানো হয় এবং পুরো এলাকায় নজরদারি তৎপরতা জোরদার করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ইরান-ইসরায়েল টানাপোড়েনের মধ্যে এই হামলাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। মার্কিন ঘাঁটিতে এ ধরনের হামলা ভবিষ্যতে সংঘাত আরও জটিল করে তুলতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...