ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
ইরানের প্রভাবশালী গণমাধ্যম তেহরান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরান এখনো কোনো যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, বরং আগ্রাসনের জবাবে লড়াই চালিয়ে যাবে বলেই জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—এমন কোনো বিষয় বাস্তবে ঘটেনি। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “এই ধরনের প্রস্তাব আমাদের কাছে আসেনি, এবং এমন প্রস্তাবের প্রয়োজনও নেই।”
‘স্থায়ী শান্তি না এলে যুদ্ধ চলবে’—ইরানি কর্মকর্তা
ইরানের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন,
“ইরান স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আগ পর্যন্ত লড়াই বন্ধ করবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোষণা আমাদের কাছে প্রতারণার অংশ মাত্র। আমরা এখনো তাদের সামরিক আগ্রাসনের মুখে রয়েছি।”
ট্রাম্পের ঘোষণায় বিভ্রান্তি
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরান ও ইসরায়েল ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতিতে যাচ্ছে এবং উভয় পক্ষ সামরিক অভিযান গুটিয়ে নেওয়া শুরু করবে।
তবে এই ঘোষণার পরপরই তেহরানের পক্ষ থেকে তা সরাসরি প্রত্যাখ্যান করা হয়।
পটভূমি: ক্রমবর্ধমান সংঘাত
গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রও এই উত্তেজনাকর পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। বিশেষ করে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে।
সূত্র: তেহরান টাইমস, সিএনএন
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...