বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় পর তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮.৭৯ ডলারে। দিনের শুরুতে এটি ৪ শতাংশেরও বেশি কমে গিয়েছিল, যা ১১ জুনের পর সর্বনিম্ন দাম।
এছাড়া, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ হ্রাস পেয়ে ৬৫.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা ৯ জুনের পর থেকে সর্বনিম্ন স্তর।
এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারেও ইতিবাচক সাড়া দেখা গেছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ঘোষণা দিয়ে বলেন, “সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে উভয়পক্ষ তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচিত হবে।”
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান, “দখলদার ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...