বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসেন এতে অংশগ্রহণ করেন।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া, কাঁকরিয়া ও বরইচারা এলাকার বাসিন্দাদের আয়োজিত এই মানববন্ধনে মাওলানা মোবারক হোসেন বলেন, “আপনাদের দাবি যৌক্তিক। আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব।” তাঁর বক্তব্যে স্থানীয়রা আশার আলো দেখছেন।
এ সময় উপস্থিত জনতা “সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই”—এই স্লোগানে মুখরিত করে তোলে কর্মসূচি।
স্থানীয় সূত্রে জানা যায়, মানববন্ধনের সময় নদীতে অবস্থানরত অবৈধ ড্রেজারগুলো ভয়ে স্থান ত্যাগ করে।
স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদীর দুবাজাইল মোজা থেকে বৈধভাবে বালু উত্তোলন করা হলেও রানীদিয়া মোজা থেকে অবৈধভাবে বালু তোলার কারণে নদীর তীর ক্ষয়ে যাচ্ছে, ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। তারা দ্রুত এই অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
মাওলানা মোবারক হোসেনের উপস্থিতিতে এই আন্দোলনে নতুন গতি এসেছে বলে মনে করছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য রানীদিয়া শরিফ, রইছ মেম্বার, রাজাপুরের রইসুল ইসলাম, কাঁকরিয়ার কফিল উদ্দিন, বরইচারার ফায়জুল্লাহ, অরুয়াইলের সানাউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
-মোঃ খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি