Logo Logo

পরীমণির মেয়ে আইসিউতে, ছেলে ও নিজের ১০৩ ডিগ্রি জ্বর


Splash Image

ভালো নেই ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির ছেলে-মেয়ে। পরীমণি নিজেও অসুস্থ। তিন জনের মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ পরীমণির মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়ম। প্রিয়মকে আইসিউইতে রাখা হয়েছে আর শাহীম মুহাম্মদ পুণ্যের জ্বর ১০২ ডিগ্রি বলে জানিয়েছেন পরীমণি।


বিজ্ঞাপন


(১৮ আগস্ট) রাতে পরীমণি ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, ‘‘আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩. ৫ ডিগ্রি জ্বর, কাঁশি, শ্বাসকষ্ট।’’

জানা গেছে, ‎ ১৭ আগস্ট সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন তার ছেলেকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে একমাত্র ছেলে পদ্ম ও পরীমণি নিজেও হাসপাতালে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ছিল পরীর ছেলের জন্মদিন। এরপর থেকেই ফেসবুকে অভিনেত্রী অসুস্থতার খবর দিচ্ছেন একের পর এক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...