বিজ্ঞাপন
রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুবেল জানান, লেম্বুর বন এলাকার জেলে মাসুম আজ বিকেলের গুনে জাল তুলতে গেলে এই মাছটি তার জালে ধরা পড়ে। মেয়র বাজার নিয়ে আসার পরে ইলিশটি নিলামে ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়। একটি মাছ ৬ হাজার ৮০ টাকা বিক্রি করেছি এর থেকে আর খুশির খবর আমাদের থাকতে পারে না।
সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো:সোহাক বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে তাই আমি নিলামের মাধ্যমে কিনে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। এরকম মাছের দেখা মেলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা অনেক খুশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।
-জাকারিয়া জাহিদ, কুয়াকাটা ( পটুয়াখালী )প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...