ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য দায়েফুল্লাহ আল-শামি লেবাননের আল-মায়াদিন টিভিকে বলেন, আমাদের হাতে এমন সামরিক ক্ষমতা আছে যা বন্ধু-শত্রু কেউই কল্পনা করতে পারবে না। আরও বেশি সম্পদ থাকলে আমরা সমুদ্র পেরিয়ে সরাসরি ফিলিস্তিনি ফ্রন্টে যোগ দিতে পারতাম।
ইয়েমেনি বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালায়। যদিও ইসরায়েল দাবি করেছে, তারা কয়েকটি ড্রোন প্রতিহত করেছে।
একই দিন ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি ইসরায়েলি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও ঘোষণা করে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে বলেন, স্কারলেট রে নামের জাহাজটি সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় নিহত হন জাতীয় পরিবর্তন ও নির্মাণ সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাউইসহ নয়জন শীর্ষ কর্মকর্তা।
হুথি নেতা আবদুল মালিক আল-হুথি নিহতদের ইয়েমেনের শহীদ আখ্যা দিয়ে ইসরায়েলের নৃশংসতাকে তীব্র নিন্দা করেন। তিনি বলেন, শিশু, নারী, নিরস্ত্র সাধারণ মানুষ— কারও প্রতিই দয়া দেখায় না ইসরায়েলি শত্রু। এবার তারা মন্ত্রী ও বেসামরিক কর্মকর্তাদেরও নিশানা করেছে।
সূত্র: প্রেস টিভি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...