বিজ্ঞাপন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “International Conference on Life Sciences (ICLS 2025)”-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে তার উপস্থাপিত প্রবন্ধের বিষয় ছিল ,"Transforming biomedical research through Bioinformatics and Artificial intelligence"।
কীভাবে Bioinformatics and Artificial intelligence ("জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা) বায়োমেডিকেল রিসার্চ এ বৈপ্লবিক পরিবর্তন আনছে তার ওপর আলোকপাত করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
এ সময় তিনি তুলে ধরেন, কীভাবে গবেষণাগারে উদ্ভুত ডাটাকে Bioinformatics and Artificial Intelligence এর মাধ্যমে যাচাই করন করা যায়।উদাহরণ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান বিষয়ক জার্নাল হ্যালিয়ন এ তার নিজস্ব প্রকাশিত প্রবন্ধে কীভাবে বায়োইনফরমেটিকস এর ব্যবহার হয়েছে তা তুলে ধরেন। এ সময় তাকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...