বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে পার্বত্য চুক্তি বিরোধীদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার ডাক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন)।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটি বিলাইছড়ি শাখার আহ্বায়ক জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা।
সমাবেশে বক্তব্য রাখেন— জনসংহতি সমিতির বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা শাখার যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিকু চাকমা, বিলাইছড়ি উপজেলা কমিটির সভাপতি নিকেল চাকমা, ফারুয়া ইউনিয়ন হেডম্যান ও কার্বারী সমিতির সভাপতি হেডম্যান নির্মল তঞ্চঙ্গ্যা, হেডম্যান সমূল্য তঞ্চঙ্গ্যা ও টনি বম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজন কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যাসহ কালতি তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, নিরঞ্জয় তঞ্চঙ্গ্যা, অনচন্দ্র ত্রিপুরা, সুমন কান্তি তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান, উজ্জ্বল হেডম্যান, ভরতচন্দ্র তঞ্চঙ্গ্যা, সতেজ তঞ্চঙ্গ্যা, রিতা তঞ্চঙ্গ্যা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ ২৮ বছর পার হলেও কোনো সরকারই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তরিকতা দেখায়নি।
এই চুক্তি পার্বত্য আদিবাসীদের অস্তিত্ব ও স্বাধিকারের সনদ উল্লেখ করে বক্তারা বলেন, বাধা যতই আসুক শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। আন্দোলনের মধ্য দিয়েই যেমন সরকারকে চুক্তি স্বাক্ষরে বাধ্য করা হয়েছিল, তেমনি আন্দোলনের মাধ্যমেই চুক্তি বাস্তবায়নও নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন বক্তারা। যে কোনো ধরনের কর্মসূচিতে অংশ নিতে পাহাড়বাসী প্রস্তুত রয়েছে বলেও তারা মন্তব্য করেন।
ফারুয়া ও বড়তলী ইউনিয়নের বিভিন্ন পাড়ার হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ মিছিলসহকারে সমাবেশে যোগ দেন। প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে গণসমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...