বিজ্ঞাপন
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় দ্বীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর গোপালগঞ্জের হিন্দু (সনাতন) ধর্মাবলম্বী অধ্যুষিত বৌলতলী, সাহাপুর, সাতপাড়, রাহুথড় ও সিংগা ইউনিয়নের জনগণকে নিয়ে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ডা. কে এম বাবর আলী জানান, তিনি নির্বাচিত হতে পারলে এবং বিএনপি সরকার গঠন করলে তার নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাটসহ সব সেক্টরে ব্যাপক উন্নয়ন করবেন। এলাকা মাদকমুক্ত করা, চিকিৎসাসেবার মান বাড়ানো এবং জনগণকে সব ধরনের হয়রানি থেকে মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
হিন্দু অধ্যুষিত ইউনিয়নগুলোর জন্য একটি করে ‘মডেল মন্দির’ নির্মাণের অঙ্গীকার করে বাবর আলী বলেন, “সাহাপুর ইউনিয়নে আমার হিন্দু ভাইদের একটি সম্পূর্ণ মৌজার জমি ভিপি হয়ে আছে। আমি নির্বাচিত হলে দীর্ঘযুগের এই সমস্যা সমাধানের উদ্যোগ নেব, যাতে প্রকৃত মালিকরা তাদের জমি কেনা-বেচা করতে পারেন।”
সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সিংগা ইউনিয়ন বিএনপি নেতা তাপস সরকার, সাতপাড় ইউনিয়ন বিএনপি নেতা বিভূতি বিশ্বাস এবং সাতপাড় ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রণব বিশ্বাস বাপী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...