Logo Logo

আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি চোরাই অটোরিকশা


Splash Image

বাকেরগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক (অটোরিকশা) চোরচক্রের আন্তঃজেলা তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ জুন) রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ।

শুক্রবার (১৩ জুন) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ওসি মো. আবুল কালাম আজাদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—

মো. শহিদুল মৃধা (পিতা: মৃত ইয়াকুব আলী মৃধা), গ্রাম: কালীগঞ্জ বাজার, রঙ্গশ্রী ইউনিয়ন

মো. হিরন, গ্রাম: দাওকাঠী

রাহিনুল ইসলাম হৃদয়, গ্রাম: দীঘির পারিলা, জেলা: রাজশাহী

পুলিশ জানায়, কালীগঞ্জ বাজার এলাকায় শহিদুল মৃধার ইজিবাইক বিক্রির দোকানে চোরাই অটোরিকশা কেনাবেচা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা-উপজেলা থেকে ইজিবাইক চুরি ও চোরাই যানবাহন বিক্রির সঙ্গে জড়িত এই তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি করা ১০টি ব্যাটারিচালিত অটোরিকশার অবস্থান শনাক্ত করা হয় এবং তা উদ্ধার করা হয়।

আসামিদের শুক্রবার (১৩ জুন) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. আবুল কালাম আজাদ।

-বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...