বিজ্ঞাপন
বুধবার (২৫ জুন) পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে গ্রেপ্তারকৃত রাসেল মণ্ডলের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে শরিষা বাজার এলাকায় স্থানীয়রা রাসেলকে মাদক কারবারি সন্দেহে আটক করে এবং তার কাছে অস্ত্র রয়েছে বলে জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, উত্তেজিত জনতা তাকে মারধর করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাসেলকে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেন, তার হেফাজতে আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, পাংশা থানার শরিষা দক্ষিণপাড়া এলাকার মো. সোলেমান মোল্লার বসতবাড়ির পূর্ব পাশে খড়ের পালার মধ্যে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি সচল ওয়ান শুটারগান এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্বাক্ষীগণ।
এ অভিযান পরিচালনা করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযানটি রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত হয়।
-স্বপন বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...