Logo Logo
আবহাওয়া

বর্ষার ঘণঘটা: আবহাওয়ার নতুন বার্তায় জারি সতর্কতা!


Splash Image

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।


বিজ্ঞাপন


বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং মঙ্গলবারের পর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে নিম্নাঞ্চল ও উপকূলীয় এলাকায় জনজীবনে কিছুটা প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

-এমএসকে

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা