ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা এখনো সক্রিয়
বিবৃতিতে বলা হয়, “জুলাইর গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ ছাত্র-জনতার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন করে। কিন্তু এখনো বহু অপরাধী ধরা-ছোঁয়ার বাইরে। যেখানে সরকার ব্যর্থ, সেখানে ছাত্র-জনতা নিজ উদ্যোগে প্রতিরোধ গড়ে তুলছে।”
তিনি অভিযোগ করেন, “যারা ছাত্রদের এই প্রতিরোধকে ‘মব’ বলছে, তারা আসলে নতুন ফ্যাসিবাদের রূপরেখা তৈরি করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
ঐতিহাসিক প্রসঙ্গ ও ভবিষ্যতের বার্তা
মাওলানা আজিজুল হক আরও বলেন, “২০১৩ সালের শাপলা চত্বর এবং ২০২১ সালের মোদি-বিরোধী আন্দোলনে আলেম-ওলামা ও তৌহিদি জনতা যেভাবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই অনুপ্রেরণায় চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটে। কিন্তু জুলাই বিপ্লব এখনো পূর্ণতা পায়নি। তাই এই আন্দোলন চলবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই বিপ্লব বাস্তবায়ন না হলে এবং ফ্যাসিবাদ সম্পূর্ণ নির্মূল না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য ছাত্র-জনতাকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
-এমএসকে