বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল মল্লিক (৩২), আব্দুর রহমান (৩০), রাকিব (২৯) ও মেহেদী হাসান (২৫)। তাদের সবার বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলের বয় হিসেবে কাজ করতো।
উপ-পরিচালক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুয়াকাটায় পর্যটকদের টার্গেট করে মাদক সাপ্লাই করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মহিপুর থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
-কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি