Logo Logo
অপরাধ

নামাজ পড়ার সময় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন


Splash Image

ছবি- বাম পাশে বড় ভাই, ডান পাশে ছোট ভাই

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাতে এশার নামাজের সময় উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চড়গাঁও গ্রামের মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের নাম মজিবুর রহমান (৫৫)। তিনি মৃত কামরু মুন্সির ছেলে। এ ঘটনায় ঘাতক বড় ভাই লুৎফুর রহমান (৭০)-কে আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাত এশার নামাজের সময় পূর্ব-চরগাঁও মসজিদে ঢুকে লুৎফুর রহমান দা (দাঁড়ালো অস্ত্র) দিয়ে মজিবুর রহমানের মাথায় আঘাত করেন। এতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। মসজিদের মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “ঘটনার পর ঘাতক লুৎফুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা