বিজ্ঞাপন
রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই ২০২৫ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.১৫ ঘটিকায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন কুতুপালং হতে কক্সবাজারগামী একটি সিএনজি থামানো হয়।
এসময় চালক গিয়াস উদ্দিন (২৬), যাত্রী জাগির (২০), কে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে সিএনজি’র সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার রইক্ষ্যং এলাকার জাফর আলম এর পুত্র গিয়াস উদ্দিন (২৬), এবং একই এলাকার সৈয়দ হোসেনের পুত্র জাগির (২০),।
অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
-মোহাম্মদ শাহজাহান রামু প্রতিনিধি