Logo Logo

পর্যটন স্পটে বিদেশী মদসহ পর্যটক গ্রেপ্তার


Splash Image

সুনামগঞ্জের তাহিরপুরে দুই বোতল বিদেশি মদসহ এক পর্যটককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পর্যটক ঢাকার কেরানীগঞ্জ থানার নতুন শুভাঢ্যা এলাকার বাসিন্দা ভক্ত বর্মনের ছেলে রাজ বর্মন (২২)।


বিজ্ঞাপন


শুক্রবার (১লা আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র নীলাদ্রি লেক সংলগ্ন ট্যাকেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পঙ্কজ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ বর্মনের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তাকে সঙ্গে সঙ্গে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন,গ্রেপ্তারকৃত পর্যটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”

স্থানীয়রা জানান, পর্যটন এলাকায় এমন ঘটনা পর্যটনের সুনাম ও পরিবেশ নষ্ট করে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা অব্যাহত রাখা দরকার।

-খন্দকার শহীদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...