বিজ্ঞাপন
সে সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।
শুক্রবার দুপুর তিনটার দিকে টাঙ্গুয়ার হাওর থেকে ডু'ব'ন্ত অবস্থায় তার ম'র'দে'হ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডু'বু'রি দল। পরে ডু'বু'রি দল ও পুলিশ শিশুর লা'শ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ওখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃ'ত ঘো'ষ'ণা করেন।
প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট থেকে ১৫-১৬ জনের একটি গ্রুপ তাহিরপুর থানা ঘাটে এসে `লালনতরী`নামক একটি পর্যটকবাহী হাউসবোটে উঠেন। পরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে ছিলানী তাহিরপুর গ্রামের সামনে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে তার বাবা কবির আহমদ লাফিয়ে পড়েও শিশুটিকে আর উ'দ্ধা'র করতে পারেন নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও গ্রামবাসী দীর্ঘ সময় ধরে ত'ল্লা'শি চালিয়ে প্রায় তিন ঘন্টা পর ঘ'ট'না'স্থ'ল থেকে শিশুটির লা'শ উ'দ্ধা'র করা হয়।
শিশুটির পিতা কবির আহমদ জানান, তার একমাত্র শিশু সন্তান নিয়ে টাঙ্গুয় হাওর দেখতে এসেছিলেন। চলন্ত নৌকা থেকে হঠাৎ সে পানিতে পড়ে নি'খোঁ'জ হয়। সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে পরেও তাকে তিনি বাঁ'চা'তে পারেন নি। পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে এসে এখন সন্তানের লা'শ কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, টাঙ্গুয়া হাওরে নি'খোঁ'জ শিশুটিকে প্রায় তিন ঘন্টা পর মৃ'ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অ'ভি'যো'গ না থাকায় পিতার কাছে শিশুটির লা'শ হস্তান্তর করা হয়েছে।
-খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...