Logo Logo

নড়াইলে অপহৃত শিশু উদ্ধার, নারীসহ আটক ৪


Splash Image

লোহাগড়ায় প্রবাসীর সন্তান অপহরণ, ভ্যানচালকসহ চারজন গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় প্রবাসীর শিশু আব্দুল্লাহ মেজবাহ (৮) কে অপহরণ করে মুক্তিপণের পরিকল্পনা করে নারীসহ চারজন


বিজ্ঞাপন


নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এসময় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবাহ (৮)।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবাহ লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), যোগিয়া গ্রামের ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০) এবং বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল শেখ শিশু আব্দুল্লাহকে অপহরণের পরিকল্পনা করে। সে ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেয়ার প্রলোভন দেখায়, এবং আগাম ৫০০ টাকা প্রদান করে। একইসাথে রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের টাকা দিয়ে তাদের লোন শোধ করে দেয়ার প্রতিশ্রুতি দেয়।

গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে গেলে, পরিকল্পনা অনুযায়ী তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে উজ্জ্বল। এরপর জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় শিশুটিকে অপহরণ করে লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়।

এদিকে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে উজ্জ্বল শেখ নিজেই আব্দুল্লাহর স্বজনদের থানায় গিয়ে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। কিন্তু তাদের কথাবার্তায় অসংগতির কারণে পুলিশ সন্দেহ করে তদন্ত শুরু করে।

পরে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, এসআই তারোক বিশ্বাসসহ পুলিশের একটি টিম রবিবার (৩১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এবং নারীসহ চারজনকে গ্রেফতার করে।

ওসি শরিফুল ইসলাম জানান, “শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...