Logo Logo

গোবিপ্রবিতে হাদির মৃত্যুতে বিক্ষোভ, জয় বাংলা চত্বরের নাম 'শহীদ হাদি' চত্বর ঘোষণা


Splash Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ।


বিজ্ঞাপন


এসময় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর নাম পাল্টে শহীদ হাদি চত্বর নাম রাখে তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্ণার ও জুলাই আন্দোলন বিরোধী ৫ শিক্ষকের আপসারনের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর নামফলক টানিয়ে দেয় শিক্ষার্থীরা। এখন থেকে জয়বাংলা চত্বরের নাম শহীদ হাদি চত্বর নামে ডাকা হবে বলে তারা ঘোষনা দেন। পরে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা দোয়া ও মোনাজাত করেন।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর বই সরিয়ে নেয়া, প্রতিটি অফিস থেকে শেখ মুজিবের ছবি অপসারণ এবং জুলাই আন্দোলনে বিরোধীতাকারী ৫ শিক্ষকের অপসারেনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলেও জানান তারা।

ওই ৫ শিক্ষক হলেন, জয়নব বিনতে হোসেন, ইমদাদুল হক শরীফ, সোলাইমান হোসেন মিন্টু, হাবিবুর রহমান ও জাকিয়া সুলতানা মুক্তা।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি খুন, গুম, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদ করে যাচ্ছিলেন। ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় নিষিদ্ধ ছাত্রলীগের সহযোগীতায় গুলি করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা রাতে বিক্ষোভ মিছিল করেছিলাম। আজ জুম্মাবাদ মসজিদে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি। এরপর আমরা বিক্ষোভ মিছিল করে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জয়বাংলা চত্বরের নাম পরবির্তন করে শহীদ হাদি চত্বর নামকরন করেছি। এখন থেকে এটি শহীদ হাদি চত্বর নামে হবে।

এর আগে গতকাল রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশিত হলে রাত সাড়ে ১১টার দিকে বিশাল দীর্ঘ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...