বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ১৫ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে নুসরাত জাহান জিদনীকে আহ্বায়ক, বিদিতা চৌধুরী ও মো. নূরুজ্জামান প্রিন্সকে যুগ্ম আহ্বায়ক এবং মো. রাজিউল ইসলাম শান্তকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. জাহিদ হাসান, শুভ চন্দ্র দেবনাথ, এহিয়া খান পুজি, মো. মনোয়ার হোসেন অন্তর, সানজিদা ইসলাম রাখি, সাকিব রেজা তাসনি, এস. এম. আফরিনা, তাবাসসুম জাহান তন্নি, এ বি সিয়াম, মো. নাজমুল হোসেন ও তাওফিকা রহমান তফা।
এ ছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. নিলয় কুমার দে (বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ), মো. আবু রায়হান (সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ), ফারাহ ইকবাল (সহকারী অধ্যাপক, আইন বিভাগ), মো. আল আমিন (সহকারী অধ্যাপক, আইন বিভাগ), শরীফ আহমেদ (প্রভাষক, সিএসই বিভাগ), লাবনী ইয়াসমিন (প্রভাষক, কৃষি অনুষদ), খন্দকার সামসুজ্জামান শামস (সাভার প্রতিনিধি, প্রথম আলো) এবং হাসিব মীর (মাস্টার্স শিক্ষার্থী, আইন বিভাগ)।
নব্য আহ্বায়ক নুসরাত জাহান জিদনী বলেন, প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে তিনি কৃতজ্ঞ। সবাইকে সঙ্গে নিয়ে বন্ধুসভাকে একটি সুসংগঠিত ও সক্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সদস্য সচিব মো. রাজিউল ইসলাম শান্ত বলেন, প্রথম আলো বন্ধুসভাকে কেন্দ্র করে সামাজিক ও মানবিক নানা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য তাঁদের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...