বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে তার নিজ বাসভবন খেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশি তদন্ত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। তদন্তে বেরিয়ে আসে, এই চক্রটির মূল নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী।
চক্রটি গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছিল। তারা গুলশান ও বাড্ডা এলাকার বিভিন্ন হত্যা মামলায় ব্যবসায়ী ও বিত্তবানদের নাম ঢুকিয়ে দেওয়ার হুমকি দিত। পরবর্তীতে পুলিশি হয়রানি ও গ্রেপ্তার থেকে বাঁচানোর ‘মীমাংসা’ করে দেওয়ার কথা বলে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা দাবি ও আদায় করত।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এই সংঘবদ্ধ প্রতারক চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে তথ্য পাওয়া গেছে।
কে এই সুরভী?
গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বিভিন্ন ভিডিও এবং সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে করা বিতর্কিত লাইভ সম্প্রচারের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
অভিযোগ রয়েছে, নিজের এই ‘ভাইরাল পরিচিতি’ ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন এবং পরবর্তীতে সেই সম্পর্কের সূত্র ধরে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন।
পুলিশ জানিয়েছে, সুরভীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...