Logo Logo

কাঁচা ইট ধ্বংস, আগুন নিভিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা


Splash Image

নেত্রকোনার আটপাড়ায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।


বিজ্ঞাপন


অভিযানে দুইটি অবৈধ ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে ইট উৎপাদনের দায়ে ভাটাগুলোকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, নেত্রকোনা ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

"ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন।

অভিযান চলাকালে আটপাড়া উপজেলার দুইটি (০২) অবৈধ ইটভাটার কাঁচা ইট সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় এবং পরিবেশ দূষণ রোধে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে এক লক্ষ বিশ হাজার (১,২০,০০০/-) টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অভিযানে আটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং আটপাড়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ ও আইন বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...