Logo Logo
অপরাধ

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে লুট ১.৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ


Splash Image

ছবি: প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে মুখোশধারী ডাকাত দল সৌদি প্রবাসীর ঘরে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮-১০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন বড় বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও সুবর্ণচর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল কাইয়ুম বলেন, “আমার বড় ভাই সৌদি প্রবাসী আব্দুল বাতেনের নতুন বাড়িতে ডাকাত দল লক ভেঙে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রসজ্জিত ছিল এবং আমাদের মুঠোফোন বন্ধ করে খাটের নিচে ফেলে দেয়। এরপর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।”

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দাবি করেছেন, নিরাপত্তা জোরদারের পাশাপাশি এসব ঘটনার দ্রুত তদন্ত ও বিচার প্রয়োজন।

-গিয়াস রনি,নোয়াখালী প্রতিনিধি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ