Logo Logo

সেনাবাহিনীর যৌথ অভিযানে

নড়াইলে ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


Splash Image

ছবি: দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ জুন) রাত ১২টা থেকে ১টা পর্যন্ত কালিয়ার গাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪১,২৬০ টাকা, ১,০০০ ভারতীয় রুপি, ৭টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার হামিদপুর ইউনিয়নের আক্তার শেখের ছেলে মোঃ আনিসুর রহমান এবং পেড়লী গ্রামের আলমাস জোয়াদ্দারের স্ত্রী জলি বেগম।

অভিযানের সময় মাদক কারবারি চক্রের প্রধান আলমাস জোয়াদ্দার পালিয়ে যেতে সক্ষম হয়।

কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প ও কালিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃতদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসানুল কবীর জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...