ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস (এইচআরএ) বুধবার তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
এইচআরএ জানিয়েছে, ১৩ জুন থেকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) সামরিক অভিযান শুরু হওয়ার পর রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২৬ জনকে সামরিক সদস্য এবং ২৩৯ জনকে বেসামরিক নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে, ১৪ জুন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় তেহরানসহ আক্রান্ত অন্যান্য শহরে অন্তত ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন। তবে এরপর দেশটির পক্ষ থেকে আর কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি।
একই দিনে, অর্থাৎ ১৩ জুন ইরানে হামলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পাল্টা অভিযান শুরু করে। ১৪ জুন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত এবং অন্তত ৫০০ জনের বেশি আহত হয়েছেন। এরপর থেকে ইসরায়েলও এ বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...