Logo Logo

নির্বাচন নিয়ে নির্দেশনা না পেলেও প্রস্তুত আছে সেনাবাহিনী : আইএসপিআর


Splash Image

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না এলেও প্রয়োজন হলে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সামরিক অপারেশন পরিদফতরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীকে এখনও কোনো সরাসরি নির্দেশনা না দেওয়া হলেও সেনাবাহিনী যেকোনো প্রয়োজনে দ্রুত সাড়া দিতে প্রস্তুত আছে।

ব্রিফিংয়ে তিনি বলেন, “বর্তমানে সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিদেশি কূটনীতিক ও দূতাবাসগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে। এ ছাড়া, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায়ও কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।”

ভারত ও মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, “পুশইনের মাত্রা এখনো সেনাবাহিনীর হস্তক্ষেপের মতো অবস্থায় আসেনি।”

তিনি আরও বলেন, সেনাপ্রধানের দিকনির্দেশনায় চরাঞ্চলসহ দেশের ৬২টি জেলায় সেনাসদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও জনগণের সঙ্গে সমন্বয়ে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।

ভবিষ্যতের আশঙ্কা নিয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “যেকোনো ধরনের মব ভায়োলেন্স, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ভোগ লাঘবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে দেশের জনগণের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...