Logo Logo

গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গৃহবধূ আসমা বেগমকে (৫৫) গলা কেটে হত্যার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন


রবিবার (২২ জুন) সন্ধ্যা সাতটার দিকে কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, যিনি মামলার তদন্ত কর্মকর্তা, বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসমা বেগম উপজেলার কলসকাঠী গ্রামের বাসিন্দা ও আবুল হোসেনের স্ত্রী। গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রামের জালাল হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (৪০) ও তার কিশোর পুত্র শফিকুল ইসলাম (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসমা বেগমের স্বামী আবুল হোসেনের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিবাদ চলছিল। এরই জেরে গত ১৭ জুন (মঙ্গলবার) মাগরিবের নামাজের সময় আসমা বেগমকে ঘরে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনার সময় তার পরিবারের অন্য সদস্যরা বাইরে ছিলেন।

নিহতের স্বজনরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে আসমা বেগম তার স্বামীকে মোবাইল ফোনে শেষবারের মতো দেখা করতে অনুরোধ করেছিলেন। স্বামী আবুল হোসেন বাসায় ফিরে এসে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আছিম বিল্লা বাদী হয়ে ১৮ জুন বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ২৯)।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার পর থেকেই পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

-মোঃ জাহিদুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...