ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, “৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরাইল প্রয়োজনীয় শর্তে সম্মতি দিয়েছে। এ সময়ে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পথ খুঁজতে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব।”
তিনি আরও উল্লেখ করেন, “কাতার ও মিসর শান্তি আনার জন্য অনেক চেষ্টা করেছে। তারা এই চুক্তির চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করবে। আমি আশা করি, মধ্যপ্রাচ্যের মঙ্গলের জন্য হামাস এই প্রস্তাব গ্রহণ করবে। না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
গত কয়েক মাস ধরেই হামাস এবং ইসরাইলের মধ্যে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এটি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের দেওয়া প্রস্তাবের অংশ বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই আলোচনারই ইঙ্গিত বলেই ধারণা করা হচ্ছে।
-এমকেএস