Logo Logo
অপরাধ

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবাসহ দুজন গ্রেফতার


Splash Image

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন—গোয়ালন্দ উপজেলার জৈনুদ্দিন সরদার পাড়ার মৃত জয়নাল জমাদ্দারের ছেলে মোঃ কোমর জমাদ্দার (৪২) এবং শাহের মণ্ডল পাড়ার বাবু কাজীর ছেলে মোঃ আশিক কাজী (২০)।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে রাজবাড়ী জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-স্বপন বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ