বিজ্ঞাপন
নিহত শ্রমিকের নাম মোঃ নাঈম (২২)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রশীদ।
নাঈম শহরের আলেকান্দা এলাকায় ওয়াহিদুজ্জামান নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ করছিলেন। হঠাৎ তিনি উপর থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদক- জাহিদুল ইসলাম, বরিশাল।