Logo Logo
বিশ্ব

ট্রাম্পের ঘোষণার পরও হামাসের দ্বিধা, স্থায়ী সমাধান ছাড়া নয় যুদ্ধবিরতি


Splash Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েল প্রস্তাবিত শর্ত মেনে নিয়েছে। বুধবার (২ জুলাই) ভোরে ট্রাম্প এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তবে ট্রাম্পের এই ঘোষণার পর হামাস আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চাইলেও শুধু সাময়িক বিরতি নয়, বরং গাজায় স্থায়ীভাবে যুদ্ধ থামানোর নিশ্চয়তা প্রয়োজন। হামাস সরাসরি ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ বলেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, হামাস তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে আরও গভীর আলোচনার উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি হামাস জানিয়েছে, তারা গাজার অন্যান্য গোষ্ঠীর সঙ্গেও এই প্রস্তাব নিয়ে আলাপ করবে।

বিশ্লেষকরা মনে করছেন, হামাস কিছু সময় নিতে চাইছে। কারণ, ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো স্পষ্ট প্রতিশ্রুতি নেই। প্রস্তাবে বলা হয়েছে, ৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হবে। কিন্তু যুদ্ধ বন্ধের নিশ্চয়তা না থাকায় হামাস এতে সরাসরি সাড়া দেয়নি।

হামাসের দাবি, অতীতের অভিজ্ঞতায় তারা ইসরায়েলের ওপর আস্থা রাখতে পারছে না। কারণ, চলতি বছরের শুরুতেও অস্থায়ী যুদ্ধবিরতির সময়ের মাঝেই ইসরায়েল পবিত্র রমজান মাসে গাজায় নতুন করে হামলা শুরু করেছিল।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ