Logo Logo
বাংলাদেশ

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু-নারীসহ ৮ জন দগ্ধ, একজন আশঙ্কাজনক


Splash Image

দিনাজপুর শহরের কালিতলা এলাকায় একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুর ৩টার দিকে দিনাজপুর শহরের কালিতলা মহল্লায় মাহবুব রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন:

দিনাজপুর সদর উপজেলার মাজাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ উদ্দিন (২০), বাড়ির গৃহকর্তা মাহবুব রহমানের স্ত্রী রুবিনা আক্তার (৪৫), প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র (৩০), সাল্লুর স্ত্রী আমিদা রানী (৪৬), কামরুদ্দিনের ছেলে শাহজাহান কবির (৬০), সাবেক কমিশনার মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তাঁদের ছেলে স্বচ্ছ (১৩) এবং প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব (২৬)। সজীবের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আনোয়ারুল ইসলামের বাড়ি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে এবং তাঁর শ্বাসনালী দগ্ধ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ইসরাত রূপালী জানান, দগ্ধ আটজনই নারী-পুরুষ ও একজন কিশোর। তাঁদের মধ্যে রিয়াজ উদ্দিনের অবস্থা সবচেয়ে গুরুতর হওয়ায় দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম বলেন,

“বেলা ৩টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, রান্নাঘরের চুলা ও গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। বিস্ফোরণে রান্নাঘরের টিনশেড ছাদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

-মো. সেলিমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

আরও পড়ুন

অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা