বিজ্ঞাপন
আলহাজ্ব মোঃ কোমর উদ্দিন খান সাহেব (বি.এ) তাঁর সুদীর্ঘ কর্মজীবনে বহু স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা
ছিলেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তিনি মুক্তিযোদ্ধাদের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে কাজ কোরেছেন নিরলসভাবে। তিনি যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের অর্থ ও খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য কোরে বিশেষ ভূমিকা পালন করেন। জনাব খান সাহেব যুদ্ধপরবর্তী সময়েও যুদ্ধে নিহত-আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে সহায়তা কোরেছেন।
প্রয়াত খান সাহেব গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের সহ-সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সাবেক
সভাপতি- ফেমা, গোপালগঞ্জ জেলা কমিটি, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ কাউন্সিল
অব এডিটরস ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের কার্যকরী কমিটির সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে সফলতার সাথে দায়িত্ব পালন কোরেছেন।
মহান এই কর্মবীর ২০১৭ ইং সালের ৪ জুলাই সবাইকে একা কোরে দিয়ে চলে যান না ফেরার দেশে। তবে তিনি রয়ে গেছেন তাঁর কর্মে, তার প্রতিষ্ঠিত ‘দৈনিক ভোরের বাণী’ পত্রিকার সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের মননে।
আলহাজ্ব মোঃ কোমর উদ্দিন খান সাহেবের (বি.এ) অটল সাহসী মূল্যবোধের প্রকাশ, নৈতিকতা ও মানবিকতা আমাদের পরিবারের চলার পথে অনন্ত শক্তির উৎস।
এই দিনে আমরা আমাদের আব্বাকে স্মরণ কোরছি গভীর শ্রদ্ধাভরে এবং সকলকে অনুরোধ কোরছি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য।
পরিবারের পক্ষে
জ্যেষ্ঠ সন্তান ফেরদ্দৌসী খান লিয়া
একমাত্র পোতা আহনাফ খান সাদাফ