বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহনাফ।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন,
“শিক্ষাজীবনের প্রতিটি পর্বে জমে থাকা স্মৃতি স্মরণের অন্যতম উপলক্ষ হলো পুনর্মিলনী। বিভাগের উন্নয়ন করবে অ্যালামনাই, যারা বের হয়ে যাবে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। এটি সুবিধা নেওয়ার জন্য নয়, বরং দেওয়ার মানসিকতা থেকে হওয়া উচিত।”
প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীন বলেন,
“একটি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলো সেই বিভাগের প্রাণ। আমাদের শিক্ষার্থীরা কোথায় কী করছে তা প্রতিফলিত হয় এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আমরা অ্যালামনাই থেকে কিছু নেব না, বরং দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শক্তিশালী অ্যালামনাই সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহ-সভাপতি মো. রাকিব হাসান। এছাড়া বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নেন।
-জবি প্রতিনিধি: মো. আল আমিন হোসাইন
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...