Logo Logo
অপরাধ

ছিনতাইয়ের মামলায় গ্রেফতার ২ জন


Splash Image

ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার ব্যবসায়ী কুতুবউদ্দিনের ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (৭ জুলাই) রাতে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ২২ জুন রাতে ঠাকুরগাঁও শহরের শুক নদীর সেতুর ওপর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের মো. আলভী আহমেদ এবং রহিমানপুর এলাকার মোহাম্মদ মানিক হোসেন।

জানা গেছে, ২২ জুন রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে কুতুবউদ্দিনকে মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা পথরোধ করে। তারা দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় কুতুবউদ্দিন ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১৮ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

- মোঃহুমায়ুন কবির রেজা ঠাকুরগাঁও

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ