Logo Logo
বাংলাদেশ

ভারতে আটক ৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর


Splash Image

অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে আটক হওয়া ৪ বাংলাদেশি নাগরিককে দীর্ঘদিন কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, ভারতীয় ইমিগ্রেশন থেকে হস্তান্তর করা ৪ বাংলাদেশির ইমিগ্রেশন সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

হস্তান্তরকৃত বাংলাদেশিরা হলেন—

১. সাইফুল চুন্নু খান (৩০), পিতা: মো. চুন্নু খান, গ্রাম: বুড়িখালী, পোস্ট: দৌতলা, থানা: নড়াইল সদর, জেলা: নড়াইল।

২. মোছা. নূরজাহান বেগম (২৮), পিতা: কালাম সরদার, গ্রাম: দোহর শেখতি, পোস্ট: মুলিয়া, থানা ও জেলা: নড়াইল।

৩. পারভেজ শাখি (২২), পিতা: মো. ইসলাম শাখি, গ্রাম: পেরুলি, কালিয়া, পোস্ট: জামরিলডাঙ্গা, থানা ও জেলা: নড়াইল।

৪. রেকসোনা (১৯), পিতা: মো. শাহিনুর রহমান, গ্রাম: কেড়াগাছি, পোস্ট: কেড়াগাছি, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা।

-আঃ জলিল, স্টাফ রিপোর্টার

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন