Logo Logo
রাজনীতি

ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ আছে ছাত্রদল: নড়াইলে বিক্ষোভে হুঁশিয়ারি


Splash Image

নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টি, মব সৃষ্টির ষড়যন্ত্র এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।


বিজ্ঞাপন


সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকেলে নড়াইল চৌরাস্তার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বলেন, “একটি গুপ্ত সংগঠন পরিকল্পিতভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন প্রয়োজন।”

আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল সাঈদ বাবু, যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান প্রমুখ।

মিছিল থেকে নেতাকর্মীরা নানা স্লোগান দেন—

“দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার,

স্বৈরাচার আর রাজাকার—মিলেমিশে একাকার,

ষড়যন্ত্র হয়নি শেষ—সজাগ থাকো বাংলাদেশ!”

বক্তারা অভিযোগ করেন, সারাদেশে পরিকল্পিতভাবে মব তৈরি করে হত্যাকাণ্ড ও লুটপাট চালানো হচ্ছে। তারা সরকারকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই পরিস্থিতি অব্যাহত থাকলে ছাত্রদল প্রয়োজনীয় ভূমিকা নিতে প্রস্তুত।”

🖊️ নড়াইল জেলা প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ