Logo Logo
বাংলাদেশ

বাকেরগঞ্জে দুবৃত্তের ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত স্যানিটারি পরিদর্শক নিহত


Splash Image

বরিশালের নিজ বসতঘরে ছুরিকাঘাতে হাজী আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরিশাল–কুয়াকাটা মহাসড়কের গোলদারবাড়ি এলাকায় দুইতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বেলা ১২টা ৩০ মিনিটের দিকে দরজায় টোকা দিলে আব্দুস সত্তার, দরজা খুলতেই মুখে দাড়ি ও পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি ছুরি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অজ্ঞাতনামা ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।” নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, “কিছু বোঝার আগেই ছুরি হাতে লোকটি স্বামীকে কুপিয়ে পালিয়ে যায়।” ভাতিজা লিটন হাওলাদার জানান, এলাকায় আব্দুস সত্তারের কারও সঙ্গে বেরিয়াছে শত্রুতা ছিল না।

হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ হাসান জানান, “শরীরে একাধিক ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই মৃত্যু হয়।”

পুলিশ বলছে, হত্যার কারণ অনুসন্ধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

-জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ