Logo Logo
অপরাধ

নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে পিতা নিহত


Splash Image

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন


এছাড়া নিহতের ছেলে নাহিদ শেখকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। নাহিদকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালৈ স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বাহিপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সাথে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার দু'পক্ষ শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহত জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সিমানা নির্ধারণের জন্য বাধ) কাটছিলেন। এসময় মান্দার শেখ ও তার ছেলেরাসহ পক্ষীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গীর ও নাহিদ শেখকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থাও আশংকাজনক।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা