Logo Logo
রাজনীতি

ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে বাকেরগঞ্জে জামায়াতের মিছিল


Splash Image

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করতে বরিশালের বাকেরগঞ্জে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা জামায়াতের আয়োজনে থানা জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের হাসান লাইব্রেরি চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর মাওলানা মাহামুদুন্নবী তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলম, পৌর জামায়াতের আমীর মাওলানা রেদওয়ান উল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতৃবৃন্দ।

পথসভায় জেলা আমীর মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেন,

“জাতীয় নির্বাচনের আগে অতীতের সব গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। পাশাপাশি একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না গেলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না।”

তিনি আরও রাজনৈতিক দলগুলোকে শিষ্টাচার বজায় রেখে আন্দোলন পরিচালনার আহ্বান জানান।

বক্তারা জামায়াতের সাত দফা দাবি বাস্তবায়নে সকলকে আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

-বরিশাল প্রতিনিধি, জাহিদুল ইসলাম

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা